Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন উন্নয়ন সমম্বয় কমিটি (ইউডিসিসি) সভা

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৯৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নিম্নরূপভাবে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি গঠন করা হয়:

 

ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি (UDCC)র গঠন :

ক্রমিক নং

কমিটির সদস্যগণ

কমিটিতে পদবী

চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ

সভাপতি

ইউনিয়ন পরিষদের সকল সদস্য

সদস্য

ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিসমূহের সভাপতি গণ

সদস্য

উপ-সহকারী প্রকৈাশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

সদস্য

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

সদস্য

উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

সদস্য

ভেটেরেনারি ফিল্ড এ্যাসিসট্যান্ট, প্রাণী সম্পদ অধিদপ্তর

সদস্য

ভেটেরেনারি ফিল্ড এ্যাসিসট্যান্ট (কৃত্রিম প্রজনন), প্রাণী সম্পদ অধিদপ্তর

সদস্য

ফিল্ড এসিসট্যান্ট, মৎস্য অধিদপ্তর সদস্য

সদস্য

১০

উপ-সহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা; স্বাস্থ্য অধিদপ্তর

সদস্য

১১

স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য অধিদপ্তর

সদস্য

১২

সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য অধিদপ্তর

সদস্য

১৩

পরিবার কল্যাণ পরিদর্শক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর

সদস্য

১৪

পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা অধিদপ্তর

সদস্য

১৫

ইউনিয়ন সমাজকর্মী; সমাজসেবা অধিদপ্তর

সদস্য

১৬

ইউনিয়ন দলনেতা, আনসার ও ভিডিপি

সদস্য

১৭

টিউবওয়েল মেকানিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

সদস্য

১৮

কমিউনিটি অর্গানাইজার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

সদস্য

১৯

মাঠ সংগঠক, বাংলাদেশ পল্লী উনড়বয়ন বোর্ড

সদস্য

২০

ম্যারেজ রেজিস্ট্রার(কাজী) [আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত]

সদস্য

২১

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি (মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন,প্রাথমিক বিদ্যালয়ের ১ জন)

সদস্য

২২

ইউনিয়ন এলাকার মাঠ পর্যায়ে কর্মরত এনজিও প্রতিনিধি ( ১ জন)

সদস্য

২৩

স্থানীয় পর্যায়ে সংগঠিত সমাজভিত্তিক (সমিতি, ক্লাব) সংগঠনের প্রতিনিধি (১ জন)

সদস্য

২৪

স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি ( ১ জন)

সদস্য

২৫

ইমাম ও ধর্মীয় নেতাদের প্রতিনিধি (১ জন)

সদস্য

২৬

নারী প্রতিনিধি (২ জন)

সদস্য

২৭

সচিব, ইউনিয়ন পরিষদ

সদস্য-সচিব

উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানগণ ইউনিয়ন উনড়বয়ন কমিটিতে ইউনিয়ন ওয়ারি সদস্য মনোনয়ন প্রদান করবেন। অন্যান্য ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ সাধারণ সভায় আলোচনা করে সদস্য মনোনীত করবে। সকল সদস্য মনোনীত হওয়ার পর ইউনিয়ন পরিষদ এ কমিটি সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করবে এবং সংশ্লিষ্ট সকলকে অবহিত করবে।

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

৭নং বাদিয়াখালী ইউনিয়ন পরিষদ

   উপজেলা: গাইবান্ধা সদর, জেলা: গাইবান্ধা ।

 

 

বিষয়ঃ বাদিয়াখালীইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট/২০১৩ মাসের সভার কার্য্যবিবরণী ।

সভাপতি: মোঃ সাফায়েতুল হক 

চেয়ারম্যান,৭নং বাদিয়াখালী ইউনিয়ন পরিষদ,

গাইবান্ধা সদর, গাইবান্ধা ।

তারিখ: ২৮.০৮.২০২১ইং

সময়: বিকাল ০৩.০০ঘটিকা ।

স্থান: বাদিয়াখালী ইউনিয়ন পরিষদ হলরুম ।

(সভায় উপস্থিত সদস্যবৃন্দের স্বাক্ষর সংযুক্ত)

 

সভায় উপস্থিত সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করা হয় ।

প্রথমে অত্র ইউনিয়ানের ইউডিসিসি সভায় উপস্থিত হওয়ার জন্য উপস্থিত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। অত:পর বিভাগওয়ারী  নিম্নরুপআলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় ।

আলোচ্য বিষয়

আলোচনা ও সিদ্ধান্ত

বাস্তবায়নে

১.ইউনিয়ন পরিষদ

চেয়ারম্যান সাহেব তার ইউনিয়ন পরিষদের সামগ্রীক কর্মকান্ডের বিবরণ দেন । বসতবাড়ীর উপর হোল্ডিং কর আদায়ের লক্ষে এ্যাসেস মেন্ট তৈরীর কাজ শুরু হয়েছে মর্মে জানান । তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করে।

সিদ্ধান্তঃ সকল সেবা প্রদানকারী সংগঠন ও ইউনিয়নের জনগনকে কর প্রদানে উদ্বুদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউনিয়ন পরিষদ

২. এলজিইডি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কমিউনিটি অর্গানাইজার জানান যে, আর ই আর এম পি’র প্রথম পর্যায়ের কাজ সমাপ্ত হয়েছে। মহিলা শ্রমিকগন তাদের সঞ্চিত টাকা ফেরত পেয়েছে। দ্বিতীয় পর্যায়ের শ্রমিক নির্বাচনের কাজ শীঘ্রই শুরু হবে বলে আসা করা যায়। প্রকল্প শুরু হলে গ্রামীন রাস্তা সমূহের মেরামত কাজ সম্পন্ন করার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা যাবে।

সিদ্ধান্তঃ শ্রমিক নির্বাচন কাজ যাতে সুষ্ঠুভাবে সময় মত সম্পন্ন করা যায় সে জন্য প্রচারনা করা হবে।

এলজিইডি ও ইউপি

৩. কৃষি বিভাগ

সভায় উপস্থিত উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মো: জয়নাল আবেদীন জানান যে, বর্তমানে বাদিয়াখালী ইউনিয়নে এ বিভাগের কার্যক্রম সুষ্ঠভাবে চলছে। আমন ধানের চারা রোপন কার্যক্রম চলমান। জমিতে পার্সিং করা প্রয়োজন। সরকার ইউরিয়া সারের মূল্য কেজি প্রতি ৪ টাকা হ্রাস করেছেন। এর সুফল যাতে কৃষকরা পায় সে জন্য এ দিকে লক্ষ্য রাখা প্রয়োজন।

সিদ্ধান্তঃ সার ডিলারদের বিক্রয় কার্যক্রম মনিটরিং করতে হবে।

উপসহকারী কৃষি কর্মকর্তা ও ইউপি

৪. আনসার ও ভিডিপি

আনসার ভিডিপি দলনেতা জানান তার কাজ সুষ্ঠভাবে চলছে । বর্তমানে কোন প্রশিক্ষনের ব্যবস্থা নাই । ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সিদ্ধান্তঃ ইউ,পি সংগে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে হবে।

আনসার ভিডিপি দলনেতা ও ইউপি

৫.সমাজসেবা অফিস

ইউনিয়ন সমাজকর্মী জানান প্রত্যক ইউপিতে প্রতিবন্ধিতা জরিপ চলছে । যাতে সকল প্রতিবন্ধি জরিপের আওতায় আসে এ ব্যপারে সহযোগিতা কামনা করেন ।

সিদ্ধান্তঃ ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও উপস্থিত সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয় ।

ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও সংশ্লিষ্ট সকল

৬.জনস্বাস্থ্য অফিস

উপ-সহকারী প্রকৌশলী সভায় বলেন যে, এলজিএসপি হতে ইউনিয়নে নলকুপ ও ল্যাট্রিন প্রদান করা হয়ে থাকে। এ ব্যাপারে জনস্বাস্থ্য অফিসের সাথে সমম্বয় করা হলে দ্বৈততা পরিহার করা যায়।

সিদ্ধান্তঃ  জনস্বাস্থ্য অফিসের সাথে সমম্বয় করা হবে।

জনস্বাস্থ্য অফিস  ও ইউপি

৭.স্বাস্থ্য বিভাগ

সভায় উপস্থিত উপ-সহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা বলেন যে, তার অফিসের কার্যক্রম সঠিক ভাবে চলছে। আপাতত কোন সমস্যা নেই। ভবিষ্যৎ কার্যক্রম সঠিক ভাবে চালানোর জন্য ইউপির সহযোগিতা কামনা করেন।

সিদ্ধান্তঃ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইউপির সংগে সমম্বয় করা হবে।

উপ-সহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা ও ইউপি।

৮.বিআরডিবি অফিস

বিআরডিবি প্রতিনিধি জানান যে, তার বিভাগের কার্যক্রম ঠিকমত চলছে। ভবিষ্যৎ কার্যক্রম সঠিক ভাবে চালানোর জন্য ইউপির সহযোগিতা কামনা করেন।

সিদ্ধান্তঃকার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইউপির সংগে সমম্বয় করা হবে।

বিআরডিবি অফিস ও ইউপি।

৯. স্থায়ী কমিটি

সভাপতি শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটি জানান যে, গত ২০/০৫/২০১৩ইং তারিখে চকবরুল কমিউনিটি ক্লিনিক এবং ০৬/০৬/২০১৩ইং তারিখে চকবরুল সঃপ্রঃবিঃ পরিদর্শন করা হয়। কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্বল্পতা পরিলক্ষিত হয় এবং সিটিজেন চার্টার নেই। বিদ্যালয়ের নলকুপ নষ্ট ও ছাত্র/ছাত্রীদের বসার বেঞ্চ স্বল্পতা পরিলক্ষিত হয়। 

সিদ্ধান্তঃ এ ব্যাপারে উপজেলা সমন্বয় কমিটিতে বিষয়টি আলোচনার জন্য চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করা হয় ।

ইউপি, স্থায়ী কমিটি, কমিউনিটি ক্লিনিক কর্তৃপক্ষ

১০.কাজী

সভায় উপস্থিত নিকাহ্ রেজিষ্ট্রার জনাব কাজী মোঃ আব্দুল খালেক জানান যে, এ ইউনিয়নে তার কার্যক্রম ঠিকমত চলছে। তিনি বাল্য বিবাহ বন্ধের জন্য ইউনিয়ন পরিষদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

সিদ্ধান্তঃ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইউপি সহযোগিতা করবে।

সংশ্লিষ্ট কাজী ও ইউপি।

১১.তথ্য ও সেবা কেন্দ্র

সভায় উপস্থিত তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা মোঃ শাহারুল ইসলাম বলেন যে, তথ্য ও সেবা কেন্দ্রের কার্যক্রম ভাল ভাবে চলছে। তিনি সেবা প্রদান কার্যক্রম আরোও উন্নয়নের জন্য ইউপির সহযোগিতা কামনা করেন।

সিদ্ধান্তঃ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইউপি সহযোগিতা করবে।

উদ্যোক্তা ও ইউপি

১২. এনজিও প্রতিনিধি

সভায় এস,কে,এস প্রতিনিধি উপস্থিত থেকে জানান যে, তাহারা ইউপিতে বিভিন্নরকম সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন। বর্তমানে ইউনিয়নে এসডিএলজি প্রকল্পের কাজ চলমান। এসডিএলজি প্রকল্পের আওতায় স্থানীয় সরকার শক্তিশালী করণঃ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনঅংশ গ্রহণ বাড়ানোয় কাজ করা হয়। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ইউপি ও সিআইজি সদস্যদের নিয়ে সভা করার পরিকল্পনা রয়েছে।

সভায় পুষ্প বাংলাদেশ প্রতি নিধি জানান যে, ইডব্লিউএলজি প্রকল্পের কাজ চলমান। এই প্রকল্পের আওতায় স্থানীয় সরকার শক্তিশালী করণের পাশাপাশি স্বচ্ছ ও অংশগ্রহণ মূলক জন প্রশাসন উন্নয়নে নারীর অংশ গ্রহণ বৃদ্ধি এবং তাদের ক্ষমতায়নের ব্যাপারে কাজ করা হয়। এ প্রকল্প তিনটি স্থায়ী কমিটি নিয়ে কাজ করে থাকে।

সিদ্ধান্তঃ এনজিও এর কার্যক্রম নিয়মিত ইউপিকে অবহিত করতে হবে।

সংশ্লিষ্ট এনজিও

অত:পর সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনপূর্বক সভার সমাপ্তি ঘোষনা করেন ।

 

 

 

স্বাঃ

মোঃ সাফায়েতুল হক 

চেয়ারম্যান ও সভাপতি

বাদিয়াখালী ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি

গাইবান্ধা সদর,গাইবান্ধা

                                                                            

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

৭নং বাদিয়াখালী ইউনিয়ন পরিষদ

   উপজেলা: গাইবান্ধা সদর, জেলা: গাইবান্ধা ।

 

 

বিষয়বাদিয়াখালী ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্ব্র/২০২১ মাসের সভার কার্য্যবিবরণী ।

 

 


 

আলোচ্য বিষয়

আলোচনা ও সিদ্ধান্ত

বাস্তবায়নে

১. কৃষি বিভাগ

সভায় উপস্থিত উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ লুৎফর রহমান জানান যে, বর্তমানে বাদিয়াখালী ইউনিয়নে এ বিভাগের কার্যক্রম সুষ্ঠভাবে চলছে। বর্তমানে আমরা পাক্ষিককর্মসুচী দিয়ে কাজ করি। ৪ দিন ইউনিয়ন পরিষদের সঙ্গে কাজ করি। ইউনিয়নে ক্রোপ কাটিং চলমান। বীজ তলা ও সবজী চাষ কার্যক্রম পরিদর্শন করা হচ্ছে এবং সে মতে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে। ইউনিয়নে রোপা আমন চাষ হয়েছে আনুমানিক ১৬২৫ হেক্টর এবং বোরো বীজতলা ৭৮ হেক্টর।

 

সিদ্ধান্তঃকৃষক পরিদর্শন কার্যক্রম বাড়াতে হবে ও কৃষকদের অসুবিধা থাকলে সে মতে পরামর্শ প্রদান করতে হবে এবং ইউপির সঙ্গে নিয়নিত যোগাযোগ করতে হবে।

উপসহকারী কৃষি কর্মকর্তা ও ইউপি

২. স্বাস্থ্য বিভাগ

সভায় উপস্থিত উপ-সহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা জনাব মোঃ সোহরাব আলী বলেন যে, তার অফিসের কার্যক্রম মোটামুটি সঠিক ভাবে চলছে। চারটি পদ থাকলেও দুই জন কর্মরত। প্রতিদিন ৮০/৯০ জনকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয় যার বেশীর ভাগ শিশু ও মহিলা। পর্যাপ্ত ঔষধ সরবরাহ নেই। ঔষধ সরবরাহের চাহিদা দেওয়া হয়েছে। ভবিষ্যৎ কার্যক্রম সঠিক ভাবে চালানোর জন্য ইউপির সহযোগিতা কামনা করেন।

 

সিদ্ধান্তঃকার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইউপির সংগে সমম্বয় করা হবে এবং প্রয়োজনী ঔষধ সরবরাহ এলে ইউপিকে জানানো হবে।

উপ-সহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা ও ইউপি।

৩. আনসার ও ভিডিপি

আনসার ও ভিডিপি দলনেতা জানান তার কাজ সুষ্ঠভাবে চলছে । বর্তমানে কোন প্রশিক্ষনের ব্যবস্থা নাই। ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রতি গ্রামে এক পস্নাটুন সদস্য রয়েছে। যারা স্বেচ্ছা শ্রমের বিনিময়ে কাজ করে। দেশের বর্তমান চলমান পরিস্থিতিতে ইউনিয়নে নিরাপত্তা বাড়ানো প্রয়োজন।

 

সিদ্ধান্তঃদলনেতা আনসার ও ভিডিপি ইউ,পি সংগে সার্বক্ষণিক যোগাযোগ করবেন এবং ইউনিয়নের ওয়ার্ড সমূহের আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ নিয়োজিত করা হবে।

আনসার ও ভিডিপি দলনেতা এবং ইউপি

৪.সমাজসেবা অফিস

ইউনিয়ন সমাজকর্মী জানান যে, বর্তমানে ইউনিয়নে বয়স্ক ভাতা ভোগীর সংখ্যা ৫৫১জন, বিধবা ভাতা ভোগীর সংখ্যা ২৩২জন, প্রতিবন্ধি ভাতা ভোগীর সংখ্যা ৬০জন এবং প্রতিবন্ধি শিক্ষা ভাতা ভোগীর সংখ্যা ৩জন। কার্যক্রম পরিচালনায় বর্তমানে কোন সমস্যা হচ্ছে না। প্রতিবন্ধিতা জরিপ কার্যক্রম শেষ হয়েছে । বর্তমানে যার ডাটা এন্ট্রি করা হচ্ছে।

 

সিদ্ধান্তঃডাটা এন্ট্রির কার্যক্রম শেষ হলে ফলাফল ইউপিকে অবহিত করা হবে ।

ইউনিয়ন সমাজকর্মী

৫. পরিবার কল্যাণ বিভাগ

সভায় উপস্থিত পরিবার পরিকল্পনা পরিদর্শক জনাব মোঃ একরামুল হক বলেন যে, সেবার মানের দিক দিয়ে বাদিয়াখালী ইউনিয়ন মডেল হিসেবে চিহ্নিত। এ ইউনিয়নে সক্ষম দম্পতি সংখ্যা ৬৭৫৬। এর মধ্যে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনকারী দম্পতি সংখ্যা ৫৩৫০জন। স্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতির টার্গেট ৮টি হলেও এ পর্যন্ত ৯টি করা হয়েছে। প্রতি ৬০০ পরিবারের মধ্যে এক জন পরিবার কল্যাণ সহকারী কিন্তু একজন পরিবার কল্যাণ সহকারীকে ১৩৫০ পরিবার দেখতে হয়। বর্তমানে অক্টোবর মাসে গর্ভবতীর সংখ্যা ১৩১জন।

 

সিদ্ধান্তঃসেবার মান বাড়াতে হবে এবং ইউনিয়ন পরিষদের সংঙ্গে সমন্বয় রাখতে হবে।

পরিবার কল্যাণ বিভাগ

৬. এনজিও প্রতিনিধি

সভায় এস,কে,এস প্রতিনিধি উপস্থিত থেকে জানান যে, তাহারা ইউপিতে বিভিন্নরকম সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন। বর্তমানে ইউনিয়নে এসডিএলজি প্রকল্পের কাজ চলমান। এসডিএলজি প্রকল্পের আওতায় স্থানীয় সরকার শক্তিশালী করণঃ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনঅংশ গ্রহণ বাড়ানোয় কাজ করা হয়। বর্তমানে এই এনজিও’র আওতায় ৮টি বিষয়ের উপর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

 

সিদ্ধান্তঃএনজিও এর কার্যক্রম নিয়মিত ইউপিকে অবহিত করতে হবে।

সংশ্লিষ্ট এনজিও

৭.স্বাস্থ্য পরিদর্শক

সভায় উপস্থিত স্বাস্থ্য পরিদর্শক শ্রী গুনেন্দ্র কিশোর ভট্টাচার্য্য বলেন যে, মাঠ পর্যায়ে প্রতি বৃহত্তর ওয়ার্ডে ৮টি করে মোট ২৪টি কেন্দ্রে সপ্তাহে দুই দিন রবিবার ও বুধবার ইপিআই কার্যক্রম চলমান। টার্গেট ৬৩৪জন। এ পর্যন্ত অর্জন ৫৩৭জন। কেন্দ্র গুলোয় বসার জায়গা নেই। তিনটি চেয়ার ও একটি টেবিলের ব্যবস্থা হলে কাজের মান ভাল হবে। ইউনিয়নে ৪টি কমিউনিটি ক্লিনিক আছে এর মধ্যে ৫নং ওয়ার্ডের রিফাইতপুর কমিউনিটি ক্লিনিকের পরিবেশ ভাল নয়।

তিনি আরোও বলেন যে, যক্ষ্মা একটি সংক্রামক রোগ। এ পর্যমত্ম ৩৭জন যক্ষ্মা রোগীর সন্ধান পাওয়া গিয়াছে। ২৮ দিনের বেশী কাশি থাকলে পরীক্ষা করা প্রয়োজন। কুকুর থেকে সাবধান থাকতে হবে। কুকুর কামড়ালে ১৫ মিনিট ধরে ভাল ভাবে ধুতে হবে। ব্যান্ডেজ করা যাবে না।

 

সিদ্ধান্তঃঅর্থ সংস্থান সাপেক্ষেপ্রয়োজনীয় আসবাবপত্র প্রদানের ব্যবস্থা গ্রহন করা হবে এবং কার্যক্রম পরিচালনায় ইউনিয়ন পরিষদের সংঙ্গে সমন্বয় রাখতে হবে।

সংশ্লিষ্ট বিভাগ

 

৮.ব্যবসায়ী প্রতিনিধি

ব্যবসায়ী প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন বলেন যে, ইউনিয়নে ব্যবসায়ীক পরিবেশ মোটা মুটি ভাল। কোন রকম অসুবিধা হচ্ছে না। বাজারের দিনে গ্রাম পুলিশ টহল দিলে আইন শৃঙ্খলা ভাল থাকবে।

 

সিদ্ধান্তঃঅপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য বাজারের দিনে গ্রাম পুলিশ নিয়োজিত করা হবে।

ইউনিয়ন পরিষদ ও ব্যবসায়ীগণ

৯. ইউনিয়ন পরিষদ

৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ সিরাজুল ইসলাম বলেন যে, পরিবার কল্যান পরিদর্শিকা ইউনিয়ন মাতৃ সদনে ঠিকমত অফিস করেন না ফলে অনেকে সেবা গ্রহন থেকে বঞ্চিত হচ্ছে।

 

১নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ আব্দুস ছাত্তার চিশতী বলেন যে, ট্যাক্স আদায় কার্যক্রম ত্বরাম্বিত করা প্রয়োজন। ট্যাক্স আদায় না করা হলে উন্নয়ন বরাদ্দ কমে যাবে। এ ব্যাপারে তিনি চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করেন।

 

সিদ্ধান্তঃ  পরিবার কল্যান পরিদর্শিকার নিয়মিত উপস্থিতি নিশ্চিত করনের জন্য উপজেলা নির্বাহী অফিসার, গাইবান্ধা সদর, মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করা হল এবং ট্যাক্স আদায়ের বিষয়ে শীঘ্রই সভা করে সিদ্ধান্ত গ্রহন করা হবে।

ইউনিয়ন পরিষদ

১০. নিকাহ্ রেজিষ্ট্রার

অত্র ইউনিয়নের নিকাহ্ রেজিষ্ট্রার জনাব কাজী মোঃ আব্দুল খালেক অত্র ইউনিয়নের নিকাহ্ রেজিষ্ট্রী কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। বাল্য বিবাহ বন্ধ রয়েছে। ইউনিয়ন পরিষদের সহায়তা পেলে বাল্য বিবাহ নির্মূল সম্ভব।

 

সিদ্ধান্তঃবাল্য বিবাহ বন্ধে ইউপির সঙ্গে নিকাহ রেজিষ্ট্রার সমন্বয় করবে।

ইউনিয়ন পরিষদ ও

নিকাহ রেজিষ্ট্রার

১১.তথ্য ও সেবা কেন্দ্র

সভায় উপস্থিত তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা মোঃ শাহাররুল ইসলাম বলেন যে, তথ্য ও সেবা কেন্দ্রের কার্যক্রম ভাল ভাবে চলছে। তিনি সেবা প্রদান কার্যক্রম আরোও উন্নয়নের জন্য ইউপির সহযোগিতা কামনা করেন।  

 

সিদ্ধান্তঃকার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইউপি সহযোগিতা করবে।

উদ্যোক্তা ও ইউপি

১২. অন্যান্য বিভাগ

উপরে উল্লেখিত বিভাগ ছাড়া অন্যান্য বিভাগের প্রতিনিধিগণ উপস্থিত না হওয়ায় সংশ্লিষ্ট  বিভাগ সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্তগ্রহন করা সম্ভব হয় নাই।

ইউপি ও সংশ্লিষ্ট বিভাগেরপ্রধানগণ

অত:পর সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনপূর্বক সভার সমাপ্তি ঘোষনা করেন ।

 

 

 

স্বাঃ

মোঃ সাফায়েতুল হক

চেয়ারম্যান ও সভাপতি

বাদিয়াখালী ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি

গাইবান্ধা সদর,গাইবান্ধা