গাইবান্ধা জেলা শহর থেকে ৮ কি:মি: দক্ষিনে গাইবান্ধা সাঘাটা ফুলছড়ি সড়কে বোয়ালী ইউনিয়নের দক্ষিণ পাশে ফুলবাড়ী গ্রাম দিয়ে বাদিয়াখালী ইউনিয়ন শুরু। রাস্তার রিফাইতপুর গ্রামের পুরাতন বাদিয়াখালী বাজার ও হাই স্কুলের পশ্চিম পাশে বাদিয়াখালী ষ্টেশন রোডে নুরুলগঞ্জ হাটের পশ্চিম পার্শ্বে তালুক রিফাইতপুর মৌজায় সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন পরিষদ অবস্থিত। গাইবান্ধা সদর থেকে পাকা রাস্তায় সিএনজি অটোরিক্সা,ব্যাটারী চালিত অটোরিক্সা, ভ্যান যোগে যাওয়া যায়। যেতে খরচ হয় ২৫ থেকে ৩০ টাকা। রেলগাড়ীতেও যাওয়া যায়। যেতে খরচ হয় ১৫ টাকা। ভাড়ায় চালিত মোটর সাইকেলেও যাওয়া যায়। এতে খরচ পড়ে ৫০ থেকে ৬০ টাকা। পুরাতন বাদিয়াখালী বাজার নামক স্থান থেকে পূরব দক্ষিণে উল্লা ভরতখালী হয়ে সাঘাটা সদরে যাওয়া যায়। দক্ষিণে বোনারপাড়া হয়ে জুমারবাড়ী-সোনাতলা সদরে যাওয়া যায়। পূরব পাশে কালীর বাজার নামক স্থানে ফুলছড়ী উপজেলা কমপ্লেক্স। পশ্চিম দিক দিয়ে হরিনাথপুর ইউনিয়ন হয়ে গোবিন্দগঞ্জ উপজেলা সদরে যাওয়া যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস